@TravelWithKoushik @traveltechdetailsttd9639
পেলিং (Pelling) ওয়েস্ট সিকিম এর খুব পরিচিত হিল স্টেশন যা ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার জন্য বিখ্যাত। মূলত তিনটি ভাগে পেলিংকে ভাগ করা হয়েছে – আপার, মিডল এবং লোয়ার পেলিং। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিং এর আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। পাগল করা ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, পাহাড়ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি, বিখ্যাত ব্রীজ – এ সবই পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ।
যে ডাইভার আমাদেরকে ঘুরিয়ে ছিল:
Ram Bahadur : 97754 62502
খুব ভালো মানুষ এবং খুব ভালোভাবে ঘুরিয়ে ছিল আমাদেরকে। ইনার গাড়িতে আমরা রাবংলা, নামচি এবং পেলিং এই তিন জায়গায় ঘুরে ছিলাম।
আমি যে হোটেলে ছিলাম তার ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন,
(কম খরচে বাঙালি হোটেল)
Pelling skywalk:
(রাবাংলাতে বাঙালি হোটেল)
(দার্জিলিং কম খরচে ভালো হোটেল)
কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ 🙏
Recent Comments